ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

লঙ্কানদের বিপক্ষে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস
অনলাইন ডেস্ক

এবারের ওয়ানডে বিশ্বকাপে তিন ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি শ্রীলঙ্কা। প্রথম জয়টা তারা চায় নেদারল্যান্ডসের বিপক্ষে। শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১১টায় লখনৌর অটল বিহারি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক।

শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা দু'দলই বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলে এসেছে। শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে ডাচদের সঙ্গী প্রোটিয়াবধের সুখস্মৃতি। অন্যদিকে এখনও প্রথম জয়ের অপেক্ষায় লঙ্কানরা।

এবারের বিশ্বকাপে যাচ্ছেতাই অবস্থা শ্রীলঙ্কার। টানা বাজে পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক বদল ব্যাকফুটে ঠেলে দিয়েছে তাদের। টুর্নামেন্টের মাঝপথে এসে আবার রিজার্ভ হিসেবে উড়িয়ে আনা হয়েছে আরও দুই ক্রিকেটারকে। সব মিলিয়ে এবারের আসরে এখনও প্রথম জয়ের খোঁজে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

অন্যদিকে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বড় অঘটনের জন্ম দেয়া নেদারল্যান্ডস এই ম্যাচেও ভালো কিছু করতে চায়। প্রোটিয়াদের বিপক্ষে পাওয়া মোমেন্টাম লঙ্কানদের বিপক্ষেও ধরে রাখতে চায় ডাচ বাহিনী। শ্রীলঙ্কার দুঃসময়টাও কাজে লাগাতে চায় তারা। যদিও ওয়ানডেতে এখন পর্যন্ত দুই দলের ৫ দেখায় সব কটিতেই জিতেছে লঙ্কানরা।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর