ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পাকিস্তানের সেমিফাইনাল খেলার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুললেন শোয়েব
অনলাইন ডেস্ক
শোয়েব আখতার। ফাইল ছবি

প্রথম দুই ম্যাচ জিতে বেশ ভালোভাবেই বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। তবে পরের দুই ম্যাচেই তাদের সহজেই হারিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। দলের এমন পারফরম্যান্সে হতাশ পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।

প্রশ্ন তুলেছেন পাকিস্তান দলের সেমিফাইনাল খেলার যোগ্যতা নিয়ে। দলের সব বিভাগে ব্যর্থতা, এমনকি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, পাকিস্তানের পারফরম্যান্স হতাশাজনক। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত কেন নিতে হলো? আগে ব্যাট করে ৩২০-৩৩০ রান করে বোলারদের লড়াই করার সুযোগ দিতে পারতেন। হয়তো তারা প্রতিপক্ষকে আউট করেও দিতে পারতো। কিন্তু সেটি হয়নি।

পাকিস্তান দলের সেমিফাইনালে খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, পাকিস্তানের সুযোগ কম। সামনে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা। আপনারা কি বিশ্বাস করেন, পাকিস্তান দল সেমিফাইনালে খেলার যোগ্য? আমি আপনাদের এই প্রশ্ন করছি। দর্শক আপনারাই বলুন। সবকিছু মিলিয়ে আমি খুবই হতাশ। তবে দলের জন্য আমার শুভকামনা থাকবে। আমি চাই তারা শক্তিশালী হয়ে ফিরে আসুক।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর