ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপের মাঝেই আইসিসি’র উপর চটলেন কেন দ্রাবিড়?
অনলাইন ডেস্ক

ধর্মশালায় আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ভারত। তার আগের দিন মেজাজ হারালেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। সংবাদ সম্মেলনে রেগে যেতে দেখা যায় তাকে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির উপর নিজের রাগ প্রকাশ করেন সাধারণত শান্ত হিসেবে পরিচিত দ্রাবিড়।

বিশ্বকাপে আমদাবাদে ভারত বনাম পাকিস্তান ও চেন্নাইয়ে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের পিচকে ‘সাধারণ’ মানের তকমা দিয়েছে আইসিসি। দু’টি ম্যাচেই রান কম হয়েছে। আমদাবাদে পাকিস্তান ১৯১ ও চেন্নাইয়ে অস্ট্রেলিয়া ১৯৯ রানে অল আউট হয়ে গিয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মতে, এই দু’টি পিচের মান ভাল নয়। এটাই মানতে চাইছেন না দ্রাবিড়।

নিউজিল্যান্ড ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন, ‘‘আমি এই সিদ্ধান্ত মানতে পারছি না। যে পিচে ৩৫০ রান হবে শুধু সেটাই কি তা হলে ভাল পিচ? যে ম্যাচে শুধু চার-ছয় হবে সেটাই কি শুধু ভাল পিচ? দিল্লি আর পুনেতে তো ৩৫০ রানও কম মনে হচ্ছে। সেগুলোও ভাল উইকেট। আবার আমদাবাদ, চেন্নাইয়ের পিচও ভাল। সব জায়গার পিচের চরিত্র আলাদা। সেটা আমাদের মাথায় রাখতে হবে।’’

দ্রাবিড়ের মতে, এভাবে পিচের ভাল-মন্দের তকমা দিয়ে আসলে ক্রিকেটারদের কৃতিত্বকে ছোট করে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘‘রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, অ্যাডাম জাম্পারা কীভাবে বল করছে সেটা দেখতে হবে। বিরাট কোহলি, লোকেশ রাহুলেরা কীভাবে রান করছে সেটাও দেখতে হবে। কোনও পিচে শুরু থেকে বড় শট খেলা যায়। আবার কোনও পিচে দৌড়ে রান নিতে হয়। স্কোরবোর্ড সচল রাখতে হয়। কঠিন পিচেই তো ক্রিকেটারের আসল দক্ষতা দেখা যায়। সেখানে পিচের কোনও কৃতিত্ব নেই।’’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর