ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপ: ছিটকে যেতে পারেন টপলি, ফিরছেন আর্চার?
অনলাইন ডেস্ক
রিচ টপলি

১৩তম বিশ্বকাপ আসরটা মোটেই ভালো যাচ্ছে না চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র একটিতে তারা জয় দেখেছে। আগের ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ধাক্কা খাওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে গেছে ২২৯ রানের বড় ব্যবধানে। যা রানের দিক থেকে বিশ্বকাপের সবচেয়ে বড় হার। 

এই পরিস্থিতিতে আরও বড় দুঃসংবাদ পেতে যাচ্ছে ইংলিশ শিবির। দারুণ ফর্মে থাকা পেসার রিচ টপলি ‘ভাঙা আঙুল’ নিয়ে ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে।

টপলি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও তার জায়গায় দলে জোফরা আর্চার ঢুকছেন না তা একপ্রকার নিশ্চিত। কারণ তিনি এখনও পুরোপুরি সেরে ওঠেননি। তবুও রিজার্ভ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের শুরু থেকেই দলের সঙ্গে আছেন আগের আসরে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন বানানোর অন্যতম এই কারিগর। আর্চার যে এখনও জায়গা পাচ্ছেন না তা নিশ্চিত করেছেন ইংলিশ প্রধান কোচ ম্যাথু মট। 

এক সাক্ষাৎকারে ম্যাথু মট বলেন, ‘আমরা এখনও রিচের (টপলি) আঙুলের বিষয়ে চূড়ান্ত কোন রিপোর্ট পাইনি। আমার মনে হচ্ছে তার আঙুলে চিড় ধরেছে। এটা আমার তাৎক্ষণিক একটা পর্যবেক্ষণ বলা যেতে পারে। তবে আঙুলে চিড় ধরলেই সমস্যা হতে পারে খেলার সময়ে।’ 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর