ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে এক পা ভারতের
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

বিশ্বকাপের ২১তম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে ২৭৩ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ফলে জয়ের জন্য ২৭৪ রান টার্গেট নিয়ে মাঠে নামে ভারত। ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় ভারত।

কিউইদের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ৭১ রানে ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। এরপর তিনে ক্রিজে আসেন বিরাট কোহলি। তার সাথে মাত্র পাঁচ রানের জুটি গড়ে সাজঘরের পথ ধরেন গিল।

তবে শ্রেয়াস আইয়ারকে সাথে নিয়ে কোহলি দলকে নিয়ে যান শক্ত পথে। ৫২ রানের জুটি ভেঙে কোহলিকে রেখে ফেরেন আইয়ার । এরপর সহঅধিনায়ক লোকেশ রাহুলকে নিয়ে তাল সামলাতে শুরু করেন অভিজ্ঞ কোহলি। ৫৪ রানে জুটি ভেঙে ফেরেন রাহুল।

তবে লড়াই চালিয়ে যান কোহলি। সূর্যকুমার যাদব নিজের বিশ্বকাপ অভিষেকে ২ রানে সাজঘরে ফেরেন। খানিকটা চাপে পড়ে ভারত। তবে রবীন্দ্র জাদেজাকে সাথে নিয়ে দলকে জয়ের বন্দরের প্রায় কাছে নিয়ে যান কিং কোহলি। জাদেজার সাথের ৭৮ রানের জুটি ভেঙে ব্যক্তিগত ৯৫ রানে ফেরেন কোহলি।

তবে জাদেজা দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর