ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পাকিস্তানকে নিয়ে আফগানদের ছেলেখেলা
অনলাইন ডেস্ক

৫৩ বলে ৬৫ রান করে শাহিন শাহ আফ্রিদির শিকার হয়ে সাজঘরে ফেরেন আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ। আরেক ওপেনার ইব্রাহিম জাদরানের সাথে ১৩০ রানের পার্টনারশিপ গড়েছিলেন তিনি।

তবে তার উইকেট হারালেও আফগানরা সেই ক্ষতি টের পাচ্ছে না। রহমত শাহকে সাথে নিয়ে হাল ধরেছিলেন জাদরান। রহমতকে নিয়ে ৬০ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৮৭ রানে সাজঘরে ফেরেন তিনি।

জাদরানের ফেরার আগেই ৩৩ ওভারে  ১৮৯ রান তুলে নিয়েছে আফগানিস্তান।

এর আগে শাদাব খান ও ইফতেখার আহমেদের শেষ দিকের ক্যামিওতে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে তুলেছিল ২৮২ রান। তাদের ৪৫ বলে ৭৩ রানের দারুণ জুটিতে আফগানিস্তানকে ২৮৩ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান।

টানা দুই জয়ের পর ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাবর আজমের দল। নিজেদের পঞ্চম ম্যাচেও আফগানদের বিপক্ষেও ধুঁকছিল দলটি। টুর্নামেন্টে টিকে থাকতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাবর বাহিনীর সামনে। বিপরীতে ইংল্যান্ডকে তুলোধুনো করা আফগানরা আজকে জয় পেলে তাদের জন্য পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর