ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কোহলির মধ্যে ‘ইন্টারনাল কম্পিউটার’ কাজ করে : ওয়াটসন
অনলাইন ডেস্ক
বিরাট কোহলি। ফাইল ছবি

দীর্ঘদিন ধরে রান তাড়ায় বিরাট কোহলিকে ‘চেজ মাস্টার’ বলা হচ্ছে। তবে এবার তার সাফল্যের নতুন ব্যাখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারের শেন ওয়াটসন। তার মতে, রান তাড়ায় কোহলির মধ্যে ‘ইন্টারনাল কম্পিউটার’ কাজ করে।

চলতি ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। ভারতের টানা পাঁচ ম্যাচ জয়ের অন্তত চারটায় বিরাটের প্রত্যক্ষ অবদান আছে। এখন পর্যন্ত কোহলি এই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। পাঁচ ম্যাচে ৩৫৪ রান করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলি করেছিলেন ৮৫ রান। বাংলাদেশের বিপক্ষে ১০৩। আফগানদের বিপক্ষে ৫৫ আর নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫।

রবিবার নিউজিল্যান্ডের ২৭৩ রান তাড়ার পথে কোহলির ৯৫ রানের ইনিংসের প্রশংসা করতে গিয়ে ওয়াটসন বলেন, বিরাটের মধ্যে ইন্টারনাল কম্পিউটার আছে, যেটা খুবই কার্যকরভাবে কাজ করে। সে জানে, কোন সময়ে কী করা দরকার। এটা কিন্তু পার্কে হাঁটাহাঁটির মতো ব্যাপার নয়। এটা বিশ্বকাপে একটা অপরাজিত দলের (নিউজিল্যান্ড) বিপক্ষের খেলা, যারা দারুণ ছন্দে আছে। এখানে তার ইন্টারনাল কম্পিউটার কাজ করেছে। এটা দেখতে পারাও চমৎকার ব্যাপার।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর