ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাবরদের ওপর ক্ষোভ উগড়ে দিলেন ওয়াসিম আকরাম
অনলাইন ডেস্ক

আফগানিস্তানকে ২৮৩ রানের টার্গেট দিয়েও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। উল্টো রশিদ খানদের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাবর আজমের দল।

আর এ নিয়ে বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরে বসল পাকিস্তান।

আর বাবর আজমদের এই কাণ্ডে বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম।

পাকিস্তানের স্পোর্টস চ্যানেল ‘এ স্পোর্টস’-এর অনুষ্ঠান ‘দ্য প্যাভিলিয়ন’-এ আকরাম। খেলোয়াড়দের ফিল্ডিং ও ফিটনেস দেখুন। আমরা ৩ সপ্তাহ ধরে বলছি, এই খেলোয়াড়েরা গত দুই বছরের মধ্যে কোনো ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে যায়নি। এখন আমি নাম ধরে বললে তারা অখুশি হবে। দেখে তো মনে হয়, তারা প্রতিদিন আট কেজি করে খাসির গোশত খায়। 

আকরাম দেশের প্রতি পাকিস্তানের ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে, পেশাদার দৃষ্টিকোণ থেকে দেশের হয়ে খেলার জন্য তোমরা অর্থ পাচ্ছ। তাই নির্দিষ্ট কিছু মানদণ্ড থাকতেই হবে। মিসবাহ যখন কোচ ছিল, তখন এটা ছিল। খেলোয়াড়েরা তাকে পছন্দ করত না, কিন্তু কাজটা হয়েছে। ফিল্ডিং তো ফিটনেসের ওপর নির্ভর করে আর আমরা এখানেই পিছিয়ে। এখন আমরা সেই আগের জায়গাতেই ফিরে গেছি, যেখান থেকে যদি ও কিন্তুর প্রার্থনা করতে হবে।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর