ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টাইগারদের লজ্জার হার; এক ইনিংসে দক্ষিণ আফ্রিকার যত রেকর্ড
অনলাইন ডেস্ক

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৩৮২ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে ২৩৩ রানে সব উইকেট হারিয়েছে টাইগাররা। 

প্রোটিয়াদের রান উৎসবের এই ইনিংসে অনেকগুলো রেকর্ডে নাম লেখান ব্যাটাররা। সেগুলো তুলে ধরা হলো। 

ছক্কা: বিশ্বকাপে এখন পর্যন্ত এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হয়েছে ২৫টি। ২০১৯ বিশ্বকাপে এই রেকর্ড গড়ে ইংল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড  ১৯টি। প্রোটিয়া ব্যাটাররাও এদিন ১৯টি ছয় মেরেছেন। এর আগে এই রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার। 

দেড়’শ এর বেশি রান:  উইকেট রক্ষক হিসেবে বিশ্বকাপে দেড়শ রানের বেশি সর্বোচ্চ ৩টি ইনিংস খেলার রেকর্ড গড়েন কুইন্টন ডি কক। এদিন তিনি ১৭৪ রান করেন। এর আগে সর্বোচ্চ ২টি করে ইনিংস খেলেন জস বাটলার ও অ্যাডাম গিলক্রিস্ট।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ইনিংস: ডি কক দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ব্যাটার হিসেবে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলেন। অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলে সবার উপরে আছেন গ্যারি কারস্টেন। 

৩৫০-এর বেশি রান: বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ৩৫০ রান করার রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। তারা ৮বার এই রান করে। ৭ বার করার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর