ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারত-ইংল্যান্ড ম্যাচে কি মাঠে নামবেন হার্দিক?
অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। পুণে থেকে তাকে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুর হাসপাতালে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি ভারতীয় দলের সহ-অধিনায়ক। আগামী রবিবার কি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন তিনি?

হার্দিকের চোটের পরিস্থিতি নিয়ে নতুন করে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চোট লাগার পরের দিন শুধু জানানো হয়েছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি খেলবেন না। সরাসরি লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন। হার্দিকের পরিবর্ত ক্রিকেটারের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদনও করেনি বিসিসিআই। তা থেকে মনে করা হচ্ছে, হার্দিকের চোট গুরুতর নয়।

হার্দিক খেলতে না পারায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে দু’টি পরিবর্তন করতে হয়েছিল রোহিত শর্মাদের। বাদ পড়েছিলেন শার্দূল ঠাকুর। দলে এসেছিলেন সূর্যকুমার যাদব এবং মোহাম্মদ শামি। সূর্যকুমার ব্যাটে রান না পেলেও শামি পাঁচ উইকেট নিয়েছেন। স্বভাবতই তাকে বাদ দেওয়া কঠিন হতে পারে। তবে ইংল্যান্ড ম্যাচে হার্দিক খেললে নিশ্চিত ভাবেই নতুন করে ভাবতে হবে রোহিতদের।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর