ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপ: ডাচদের নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া
অনলাইন ডেস্ক

ফর্মের তুঙ্গে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চলমান বিশ্বকাপে চমক দেখিয়েছে নেদারল্যান্ডস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ এই ডাচদের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

ডাচদের তাই একটুও হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মিচেল মার্শ বলছিলেন, ‘এটা বিশ্বকাপ। এই পর্যায়ে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা নেদারল্যান্ডসকে সমীহ করি। ওরা খুব ভালো ক্রিকেট খেলছে। কঠিন লড়াই হবে।’

তথাকথিত বড় দলের বিপক্ষে ‘ছোট’ দলের চমক-জাগানিয়া জয়গুলো ক্রিকেটের এবং বিশ্বকাপের মতো দীর্ঘ আসরের জন্য খুবই ইতিবাচক ব্যাপার বলে মনে করেন মার্শ, ‘হ্যাঁ, উন্নতি করছে দলগুলো। বিশ্বক্রিকেটের জন্য এটা ইতিবাচক। বিশেষ করে বিশ্বকাপের মতো বড় আসরে।

আমি আরও অনেকবার বলেছি, অবশ্যই কোনো ম্যাচই সহজ নয়। প্রতিটি ম্যাচের আগে সব বিভাগের প্রস্তুতি নিয়ে মাঠে নেমে তবেই জয়ের আশা করা যায়। আগামীকালও এর ব্যতিক্রম কিছু নয়।’ সঙ্গে যোগ করলেন, ‘আমাদের শুরুটা ভালো হয়নি। ওই সময় কিছুটা চাপেও ছিলাম। তবে এখনকার অবস্থা খুব ভালো। সর্বশেষ দুই ম্যাচে সত্যিই ভালো ক্রিকেট খেলেছি আমরা। আশা করছি, এই ম্যাচেও তেমনই হবে।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর