ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
অনলাইন ডেস্ক

বিশ্বকাপের ২৪তম ম্যাচে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

এই ম্যাচে কঠিন পরীক্ষাই দিতে হবে নেদারল্যান্ডসকে। আবার ডাচদের বিপক্ষে সতর্কও রয়েছে অজিরা। কেননা চলতি বিশ্বকাপে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে স্কট এডোয়ার্ডসের দল। তাতে বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে প্রতিপক্ষকে। 

ওয়ানডেতে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস এখন পর্যন্ত ২ বার মুখোমুখি হয়েছে। তাতে শতভাগ জয় অজিদের। ২০০৩ বিশ্বকাপে ডাচদের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। ম্যাচটিতে বৃষ্টি আইনে ৭৫ রানে জিতেছিল রিকি পন্টিংয়ের দল। ২০০৭ বিশ্বকাপে ২২৯ রানের জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, অ্যাডাম জাম্পা।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর