ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জয়ের বিকল্প নেই; মুখোমুখি শ্রীলঙ্কা-ইংল্যান্ড
অনলাইন ডেস্ক

আইসিসি বিশ্বকাপে আজ নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে দুই দলই আগের চার ম্যাচে একটি করে ম্যাচ জয় করেছে। ইংল্যান্ড জয় পেয়েছে বাংলাদেশের বিপক্ষে। হেরেছে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে শ্রীলঙ্কা জয় পেয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে। তবে হেরেছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

পঞ্চম ম্যাচে দুই দলেরই জয়ের বিকল্প নেই। হারলেই সেমিফাইনাল খেলার আশা প্রায় শেষ হয়ে যাবে। শ্রীলঙ্কা দুই পয়েন্ট নিয়ে আট নম্বরে এবং ইংল্যান্ড দুই পয়েন্ট নিয়ে নয় নম্বরে অবস্থান করছে। দুই দল অতীতে ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হয়েছে ৭৮ বার। এর মধ্যে ৩৮ বার জয় পেয়েছে ইংলিশরা। ৩৬ বার জয় পেয়েছে শ্রীলঙ্কা। একবার ড্র করেছে দুই দল। বাকি তিনবার ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কা-ইংল্যান্ড লড়াই বেশ আকর্ষণীয় হয়। আজ কী অপেক্ষা করছে! গত পাঁচ ম্যাচে দুই দলেরই জয় রয়েছে দুটি করে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর