ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অনেক হতাশার টুর্নামেন্ট যাচ্ছে : ইংল্যান্ড অধিনায়ক
অনলাইন ডেস্ক
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ফাইল ছবি

এবারের বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড সেমিফাইনাল খেলতে পারবে কিনা, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। একের পর এক হারের কারণে ভক্ত-সমর্থকরা সবাই হতাশ।

এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে শুধু বাংলাদেশকেই হারাতে পেরেছে ইংল্যান্ড। বাকি ৪ ম্যাচেই তারা হেরেছে বেশ বাজেভাবে। সর্বশেষ হার এসেছে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে।

আজ বেঙ্গালুরুতে টস জিতে ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারে ১৫৬ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ১৪৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে শ্রীলঙ্কা। আর ২ পয়েন্ট নিয়ে তলানিতে বাংলাদেশের নিচে ৯ নম্বরে অবস্থান ইংলিশদের।

এমন পারফরম্যান্সের কারণে ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে অসহায়ত্বই ফুটে উঠেছে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের কণ্ঠে। তিনি বলেন, অনেক কঠিন আর হতাশার এক টুর্নামেন্ট যাচ্ছে। নিজের ওপর, আর সবার ওপরই হতাশ, কেউই নিজেদের সেরাটা দেখাতে পারিনি।

ভালো করার জন্য দলের খেলোয়াড়দের চেষ্টার ত্রুটি নেই বলেও জানিয়েছেন তিনি। বাটলার বলেন, দলের খেলোয়াড়দের চেষ্টার ত্রুটি দেখি না আসলে, তবে আমরা নিজেদের সেরা খেলাটা থেকে অনেক পিছিয়ে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর