ঢাকা, বুধবার, ৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ক্রিকেটাররা বিশ্বকাপের জন্যই বেঁচে থাকেন: ওয়ার্নার
অনলাইন ডেস্ক

বিশ্বকাপ মঞ্চে বরাবরই জ্বলে উঠেন ডেভিড ওয়ার্নার। বাঁহাতি এই অজি ওপেনারের ব্যাটে নিজেদের খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরি পাওয়ার পর ওয়ার্নার জানিয়েছেন, ক্রিকেটাররা বিশ্বকাপের জন্যই বেঁচে থাকেন।

বিশ্বকাপের আগে লম্বা সময় ধরেই ব্যাট হাতে ছন্দে ছিলেন না ওয়ার্নার। যে কারণে একাদশে তার জায়গা নিয়েও প্রশ্ন উঠছিল বারবার। তবে অভিজ্ঞ এই ওপেনারের উপর আস্থা রেখেছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপ দলে থাকলেও প্রথম তিন ম্যাচে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে শুরুটা ভালো করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি তার।

ওয়ার্নার বলেন, ‘আমার জন্য বিষয়টা হলো মাঠে গিয়ে নিজের সেরাটা দেওয়া। যে কোনো সিরিজে এটাই হয় এবং টুর্নামেন্টের ক্ষেত্রে, আমি এসবের জন্যই প্রস্তুত হই। আমরা এসব বিশ্বকাপের জন্যই বেঁচে থাকি। (বিশ্বকাপ) প্রতি চার বছরে একবার হয় এবং আপনাকে অবশ্যই এই মঞ্চে উজ্জ্বল পারফর্ম্যান্স করতে হবে। ওসব দ্বিপাক্ষিক সিরিজের ছন্দ এখানেও আনতে হবে।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর