ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দলে ফিরেই হেডের সেঞ্চুরি
অনলাইন ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। আর হাতের ইনজুরি কাটিয়ে দলে ফিরেই বিধ্বংসী ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড।

মাত্র ২৫ বলে চলতি বিশ্বকাপের যৌথভাবে দ্রুততম ফিফটির পর ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করতে খেলেছেন ৫৯ বল। ওডিআই ক্রিকেটে অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে এটি চতুর্থ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

আগের ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ৪০ বলে শতরান করে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০১৫ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাক্সওয়েলই ৫১ বলে সেঞ্চুরি করেছিলেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড জেমস ফকনারের। বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে মাত্র ৫৭ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি।

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে জেরল্ড কোয়েটজের বাউন্সারে বাম হাতে চোট পান বাঁহাতি ওপেনার ট্রাভিস হেড। স্ক্যানে চিড় ধরা পড়ে তার। গত শুক্রবার হাতের ব্যান্ডেজ খুলে থ্রো ডাউনে ব্যাটিং শুরু করেন হেড। আজ খেলতে নেমেই প্রত্যাবর্তনটা রাঙালেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর