ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাংলাদেশের এটাই সবচেয়ে বাজে বিশ্বকাপ; অকপটে স্বীকার সাকিবের
অনলাইন ডেস্ক

গতকাল ‘নন্দনকানন’ ইডেনে নেদারল্যান্ডসের কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন টাইগার ব্যাটাররা। কমলা বাহিনীর বিরুদ্ধে হারটিকে হতাশাজনক বলেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

মাঠের ক্রিকেটের পর চোখে মুখে বিষন্নতা নিয়েই সংবাদ সম্মেলন কক্ষে আসেন তিনি। বিমূঢ় সাকিবের ভুবন ঘোরলাগা অমানিশায়। যেখান থেকে উত্তরণের পথ কী জানা নেই তারও। অকপটে তাই স্বীকার করতেও দ্বিধা করেন না বাংলাদেশের অধিনায়ক, ‘যে পরিস্থিতির ভেতরে এখন আমরা আছি সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। খুব কঠিন হয়ে যাচ্ছে সমস্যার সমাধান করা। হজম করাও কঠিন হয়ে যাচ্ছে।’

তাকে প্রশ্ন করা হয়েছিল, আজ পর্যন্ত ধরলে এটাই বাংলাদেশের স্বরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ কিনা? উত্তরে বিনয়ী সাকিবের অকপট স্বীকার, ‘হ্যাঁ, সেটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন। এবং আমি দ্বিমত করব না।’

প্রত্যাশামাফিক ফল না আসার পেছনে নিজেদেরকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাংলাদেশের অধিনায়ক, ‘বিশ্বকাপে যেভাবে খেলছি, খুবই হতাশাজনক। ম্যাচ জিতলে তো অবশ্যই দলের ভেতর আত্মবিশ্বাস আসে। সেটা যেখানেই হোক, যে দেশেই হোক। শেষ কিছু দিন ধরে ওয়ানডেতে ভালো করছি না। হোমে ইংল্যান্ড, আফগানিস্তানের কাছে হেরে গেছি। আমরা হয়তো ওরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আসেনি যেখানে অনেক চ্যালেঞ্জের সুযোগ হতো। এশিয়া কাপে খুব ভালো করিনি, ভারত ম্যাচ বাদ দিয়ে হতাশাজনক এশিয়া কাপ। এখানে আফগান ম্যাচ বাদ দিলে। এত খারাপ দল আমরা না।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর