ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আফগানদের ২৪২ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা
অনলাইন ডেস্ক

নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট খুইয়ে আফগানিস্তানকে ২৪২ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। 

শুরুটা ভালো করলেও মাঝপথে খানিকটা খেই হারিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটাররা। ৩০ ওভারে ১৪৪ রান তুলতেই লঙ্কানদের খোয়া গিয়েছিল চার উইকেট।

আফগান বোলার মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও আজমাতুল্লাহ ওমরজাইদের বোলিং তোপে বেশ ধীরে আগাচ্ছিল লঙ্কা। দিমুথ করুণারত্নে ও পাথুম নিশাঙ্কার ২২ রানের জুটি ভাঙার পর হাল ধরেছিলেন কুশাল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। তারা ৬২ রানের জুটি গড়েন।

নিশাঙ্কা ফিরলেও মেন্ডিস সামারাবিক্রমাকে নিয়ে হাল ধরেন। গড়েন ৫০ রানের জুটি। এরপরই লঙ্কা শিবিরে ধস নামে। তবে শেষ দিকে তাল সামলে দলকে সম্মানজনক সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও মাহেশ থিকশানা। তাদের ৪৫ রানের মাঝারি ক্যামিওতে মুখ থুবড়ে পড়া শ্রীলঙ্কা ফের ঘুরে দাঁড়ান। 

শ্রীলঙ্কার বিপক্ষে পুনেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর