ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৪৯ রানে ৯ উইকেট নেই লঙ্কানদের
অনলাইন ডেস্ক

১৮ ওভারে ৪৯ রানে ৯ উইকেট নেই লঙ্কানদের। শ্রীলঙ্কাকে পেয়ে যেন ছেলেখেলা শুরু করেছে ভারতের বোলাররা। 

প্রথমে তিন পেসারের তান্ডবে ১৪ রানেই ৬ উইকেট হারায় লঙ্কানরা। পাওয়ারপ্লে শেষে বড় হার চোখ রাঙাচ্ছে শ্রীলঙ্কার দিকে। পরিস্থিতি এমন এশিয়া কাপের স্মৃতিটাই নতুন করে ফিরে আসছে মুম্বাইয়ের পিচে। 

৩৫৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই জাসপ্রিত বুমরাহর তোপে পড়েন খেলোয়াড়রা। ইনফর্ম ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফেরান বুমরাহ। রিভিউ নিয়েও রক্ষা হয়নি তার। এরপরেই লঙ্কানদের রানের খাতা খোলে ওয়াইড ডেলিভারির কারণে।

দ্বিতীয় ওভারেই সিরাজের জোড়া আঘাত। ঠিক অনেকটা এশিয়া কাপের মতই ছিল অবস্থা। প্রথমে দিমুথ করুনারত্নে পরে সাদিরা সামারাবিক্রমাকে সাজঘরে পাঠান সিরাজ। চার বলের ব্যবধানে দুই উইকেটের পতন। স্কোরবোর্ড তখন ২ রানে ৩ উইকেট। পরে আরও একবার আঘাত হানেন সিরাজ। ১০ বলে ১ রান করা কুশাল মেন্ডিসকে ফেরান তিনি। ৩ রানেই নেই লংকানদের চার উইকেট। এরপর কিছুটা সময় উইকেট পতন ঠেকিয়ে রাখেন অ্যাঞ্জেলো ম্যাথুস এবং চারিথ আসিলাঙ্কা।

বল হাতে এরপর তান্ডব দেখিয়েছেন মোহাম্মদ শামি। দুই বলে দুই উইকেট শিকার করেন তিনি। ২৪ বলে ১ রান করা আসালাঙ্কা আর ক্রিজে আসা দুশান হেমন্তকে ফেরান তিনি। খানিকবাদে শামির তৃতীয় শিকারে পরিণত হন দুশমান্থ চামিরা। বাইরে চলে যাওয়া বলে খেলতে চেয়েছিলেন চামিরা। গ্লাভসে লেগে বল চলে যায় লোকেশ রাহুলের হাতে। ২৩ রানে ৭ম উইকেটের পতন ঘটে লঙ্কানদের। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর