ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আফগান তোপের পরও ডাচরা থামল ১৭৯ রানে
অনলাইন ডেস্ক

সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটের প্রতিরোধ খুব একটা কাজে না দিলেও তার ব্যাটে ভর করেই আফগানদের বিপক্ষে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে ডাচরা। একে একে সব সতীর্থ বিদায় নিলেও একপ্রান্ত আগলে ছিলেন তিনি। ফলে ৪৬.৩ ওভারে অলআউট হওয়া নেদারল্যান্ডস আফগানিস্তানকে ১৮০ রানের টার্গেট দিতে পেরেছে।

ডাচ ওপেনার ওয়েসলি ব্যারেসিকে শুরুতেই ফিরিয়েছিলেন আফগান স্পিনার মুজিব উর রহমান। তবে তাল সামলে হাল ধরেন আরেক ডাচ ওপেনার ম্যাক্স ও'ডাউড। কলিন অ্যাকেরমানের সাথে ৬৯ রানের জুটি গড়ে ফেরেন এই ওপেনার।

তিনে নামা অ্যাকেরমান সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটকে সাথে নিয়ে আফগান বোলারদের ধীরেসুস্থে মোকাবেলা করছিলেন। কিন্তু সেই জুটিও থিতু হয়নি। জুটির ১৯ রানের মাথাতেই অ্যাকেরমান ফিরেছেন রানআউটের শিকার হয়ে। এরপর পাঁচে নামা স্কট এডওয়ার্ডস ০ রানে রান আউটের শিকার হন।

ছয়ে নামা বাস ডি লিডও মোহাম্মদ নবীর শিকার হয়ে ৬ বলে ৩ রান করে সাজঘরের পথ ধরেন। ১৬ ওভারে ৮৪ রানে দুই উইকেট হারানো ডাচদের ২০ ওভার পেরোতেই নেই আরো তিন উইকেট। সবমিলিয়ে পাঁচ উইকেট হারিয়ে ছন্নছাড়া হয় ডাচ শিবির।

এরপর আসা যাওয়ার মিছিলেন কেবল হাল ধরেছিলেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট।তিনিও রান আউটের শিকার হয়ে ৮৬ বলে ৫৮ রান করে সাজঘরের পথ ধরেন। ডাচদের চার ব্যাটারই রান আউটের শিকার হয়েছেন। 

ডাচদের হারাতে পারলেই সেমিফাইনালের অন্যতম দাবিদার হয়ে উঠতে পারে আফগানিস্তান। এরইমধ্যে ৬ ম্যাচে তিন জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে আফগানরা। যেখানে ৭ ম্যাচে ৩ জয় নিয়ে নেট রানরেটের হিসেব নিকেশে পাকিস্তান আছে পাঁচ নম্বরে।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর