ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বায়ু দূষণ, শ্রীলঙ্কার অনুশীলনও বাতিল
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ভারতের রাজধানী শহর দিল্লিতে বায়ু দূষণের কারণে গতকাল শুক্রবার নির্ধারিত অনুশীল করেনি বাংলাদেশ। শনিবার একই পথে হেঁটেছে টাইগারদের সোমবারের প্রতিপক্ষ শ্রীলঙ্কাও। 

দলীয় চিকিৎসকের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছে কুশাল মেন্ডিসের দল। 

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার অনুশীলন করার কথা ছিল আজ। সোমবার এই মাঠেই মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

দিল্লির কিছু এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী দূষণের স্কোর ৪০০ ছাড়িয়ে গেছে। আইসিসিও দূষণ পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, ক্রিকেটারদের কথা বিবেচনায় পরিস্থি বুঝে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। 

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে,  বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দিন বায়ুদূষণকে আবহাওয়ার মতোই আমলে নেওয়া হবে। মানে বৃষ্টি কিংবা অন্য কারণে ম্যাচ যেমন বন্ধ থাকে কিংবা বাতিল হয়, তেমনি বায়ু দূষণের ব্যাপারটিও একইভাবে বিবেচনা করা হবে। ম্যাচ অফিশিয়ালরা আগে বুঝবেন, বায়ুদূষণের মধ্যে কন্ডিশন খেলার উপযোগী কি না।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর