ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পদত্যাগ করলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি
অনলাইন ডেস্ক

এবার হঠাৎ করেই পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা। যদিও পদত্যাগের কোনো কারণ তিনি জানাননি।

তবে বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যর্থতায় বেশ সমালোচনার মুখে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এমনকি খোদ লঙ্কান ক্রীড়ামন্ত্রী রোশান ফার্নান্দো ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির পদত্যাগ দাবি করেছিলেন এক বিবৃতিতে। 

৭ ম্যাচে দুই জয় নিয়ে চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবিলের ৭ নম্বরে আছে শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয় লঙ্কানরা। 

তাতে ১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা হারে ৩০২ রানে। একই প্রতিপক্ষের সঙ্গে টানা দুই ওয়ানডেতে ৬০ বা এর কম রানে এর আগে অলআউট হয়নি কোনো দলই। আর এটিই বিশ্বকাপে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর