ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিম সাকিবের অভিষেক
অনলাইন ডেস্ক
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপ থেকে বিদায় আগেই ঘটে গেছে। এখন বাংলাদেশের লক্ষ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করা। এবারের বিশ্বকাপে সেরা আট দলের মধ্যে থাকতে পারলেই আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে টাইগাররা।

সে যোগ্যতা অর্জনের শেষ সুযোগ আজ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে আজ বাংলাদেশ মুখোমুখি শ্রীলঙ্কার।

সোমবার দিল্লিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। একাদশে এসেছে এক পরিবর্তন। পুরোপুরি ফিট নন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের পরিবর্তে একাদশে এসেছেন তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে এটিই তার অভিষেক ম্যাচ।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরীফুল ইসলাম।

 শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 



এই পাতার আরো খবর