ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সাকিবের ‘টাইমড আউট’ ডোনাল্ডেরও পছন্দ হয়নি
অনলাইন ডেস্ক

অ্যাঞ্জেলো ম্যাথিউজকে টাইমড আউট করে সাকিব আল হাসান যেমন ইতিহাসের পাতায় নাম লিখেয়েছেন, ম্যাথিউজকেও তুলে দিয়েছেন ইতিহাসের পাতায়। তেমনই সাকিব এক মহাবিতর্কের মুখেও পড়েছেন। অনেকেই সাকিবের এই সিদ্ধান্তকে ভালোভাবে নিতে পারেনি। অনেকেই বলছেন এটা ক্রিকেটীয় চেতনার সাথে যায় না।

আর যারা সাকিবের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি তাদের তালিকায় আছেন খোদ বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। 

দক্ষিণ আফ্রিকার সাবেক এই ফাস্ট বোলার ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড স্পষ্ট করেই বলেছেন, তিনি এমন কিছুই দেখতে চাননি।

ডোনাল্ড জানিয়েছেন, তিনি চাইছিলেন মাঠে ঢুকে বলতে এমন পরিস্থিতির পক্ষে তিনি না। 

ডোনাল্ডের মতে, মাথিউজের টাইম আউটের ঘটনায় বাংলাদেশের জয়ের মাহাত্ম্য কিছুটা হলেও কমে গেছে। তিনি বলেছেন, ‘আমার মনে হয় এটাতে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স ম্লান হয়ে গেছে। সত্যি বলতে আমি এখনো একটু হতভম্ব। ব্যক্তি ও ক্রিকেটার হিসেবে এটি আসলে আমার মূল্যবোধের ব্যাপার। বয়সভিত্তিক দল, ক্লাব ক্রিকেট, রাজ্য ক্রিকেট, আন্তর্জাতিক, আমার গোটা জীবনে কখনোই, কখনোই এমন কিছু দেখিনি নিশ্চিতভাবেই।’

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর