ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দক্ষিণ আফ্রিকাকে ২৪৫ রানের টার্গেট দিল আফগানিস্তান
অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকাকে ২৪৫ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৪৪ রান তোলে আফগানরা। জিততে হলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২৪৫ রান।

শুক্রবার আহমেদাবাদ নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি।

ব্যাটিংয়ে নেমে ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকে আফগানিস্তান। তবে ৪১ রানে প্রথম উইকেটের পতনের পর খেই হারায় আফগান ব্যাটাররা। নিয়মিত বিরতিতে ব্যাটারদের যাওয়া-আসায় তারা ১১৬ রানেই ৬ উইকেট হারায়। সেখান থেকে দলকে একাই টেনে তুলেছেন আজমতউল্লাহ ওমরজাই।

শেষ পর্যন্ত সবাই আউট হওয়ায় ৯৭ রানে অপরাজিত থাকার আক্ষেপে পুড়তে হয় তাকে।

দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পেসার জেরাল্ড কোয়েটজে। ১০ ওভারে ৪৪ রান খরচ করেছেন তিনি।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর