ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপে বেশি রান দেওয়ার রেকর্ড হারিস রউফের
অনলাইন ডেস্ক

বিশ্বকাপে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড গড়লেন পাকিস্তানি পেসার হারিস রউফ। এবারের বৈশ্বিক আসরে ৯ ম্যাচে মোট ৫৩৩ রান দিয়েছেন তিনি। পেয়েছেন ১৬ উইকেট।

বিশ্বকাপের ইতিহাসে এক আসরে এটিই কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড। রউফ পেছনে ফেলেছেন ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের আদিল রশিদের দেওয়া ৫২৬ রানকে।

তবে রউফকে এই লজ্জার রেকর্ড থেকে ‘বাঁচাতে’ পারেন, দুই অস্ট্রেলীয় পেসার-মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। এখন পর্যন্ত স্টার্ক ৪৩৯ ও কামিন্স ৪৩০ রান দিয়েছেন। সেমিফাইনালে ওঠা অস্ট্রেলিয়া যদি ফাইনালেও ওঠে, তবেই হয়তো এই ‘লজ্জার রেকর্ড’ থেকে মুক্তি মিলতে পারে রউফের।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর