ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপের প্রাইজমানিতে কত কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ?
অনলাইন ডেস্ক
বিশ্বকাপের প্রাইজমানিতে কত কোটি টাকা পেল বাংলাদেশ?

এবার বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা নিয়ে গেলেও ধারাবাহিক ব্যর্থতায় টেবিলের আট নম্বরে থেকে বিদায় নিয়েছে টাইগাররা। হতাশার পারফরম্যান্সের পরও বড় অঙ্কের অর্থ পাচ্ছে বাংলাদেশ। 

বিশ্বকাপের প্রাইজমানি থেকে এবার প্রায় দুই কোটি টাকা পাচ্ছে সাকিব আল হাসানের দল।

এই বিশ্বকাপ আসরে সেমিফাইনালের আগেই বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ১ লাখ ডলার। তাছাড়া প্রতিটি ম্যাচ জয়ের জন্য একটি দল ৪০ হাজার ডলার করে পাবে।

বাংলাদেশ এবারের আসরে ৯টির মধ্যে দুটি ম্যাচ জিতেছে। দুই জয়ের জন্য ৪০ হাজার করে মোট ৮০ হাজার ডলার পাবে বাংলাদেশ দল। এর সঙ্গে প্রথম পর্বে অংশ নেওয়ার জন্য বাড়তি ১ লাখ ডলার।

সব মিলিয়ে তাদের প্রাপ্ত অর্থ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৮০ হাজার ডলার। ফলে বাংলাদেশি মুদ্রায় বাংলাদেশ দল এবারের বিশ্বকাপ থেকে পাচ্ছে প্রায় ২ কোটি টাকা (১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা)।  

ইতোমধ্যে সেমিফাইনালে পা রেখেছে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এছাড়া চারটি করে জয় নিয়ে পাকিস্তান ও আফগানিস্তান এবং তিন জয় নিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর