ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নয় বছর পর কোহলির ঝুলিতে উইকেট
অনলাইন ডেস্ক

একের পর এক চমক দেখিয়ে চলেছেন বিরাট কোহলি। বিশ্বকাপে ইতিমধ্যে সর্বাধিক রানের অধিকারী হয়েছেন। তুলে নিয়েছেন প্রথম উইকেট। তিন উইকেট পড়ার পরেও বড় পার্টনারশিপের লক্ষ্যে এগোচ্ছিল ডাচ শিবির। তখনই রোহিত নিয়ে আসেন বিরাট কোহলিকে। অধিনায়ক স্কট এডওয়ার্ডস ১৭ রানে ফেরেন বিরাটের ডেলিভারিতে।

গত কয়েকদিন ধরেই গ্যালারিতে স্লোগান উঠেছিল, 'কোহলিকে বোলিং দো'। এরপরই সেই মুহূর্ত আসে। রোহিত বিরাটের হাতে বল তুলে দেন। ২৪তম ওভারে বিশ্বকাপে প্রথম উইকেট নিলেন বিরাট।

প্রায় নয় বছর পর ওয়ানডে ক্রিকেটে উইকেট পেলেন বিরাট। দীর্ঘদিন পর তাকে বল দেন অধিনায়ক রোহিত। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট পঞ্চম উইকেট বিরাট কোহলির। এদিন ৫১ রানের ইনিংস আসে বিরাটের ব্যাটে। পেরিয়ে যান কুইন্টন ডি কককে। বিশ্বকাপে সর্বাধিক রান করেন তিনি।

এদিন স্কোরবোর্ডে বড় রান তুলে সেমিফাইনালের আগে দল নিয়ে গবেষণার পথে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলিই শুধু নয়। বল করলেন শুভমান গিল, সূর্যকুমার যাদবরাও।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর