ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারত-নিউজিল্যান্ড ম্যাচের হেড টু হেড রেকর্ড
অনলাইন ডেস্ক

আগমীকাল বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। 

বুধবার বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

এবারের বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করছে ভারত। অনেকে বলতে শুরু করেছেন এই ভারতকে ঠেকাবে কে? অবশ্য প্রথম সেমিফাইনালের আগে সাবেক কিউই তারকা রস টেলর জানিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে নার্ভাস হতে পারে ভারত। এক্ষেত্রে তিনি উদাহরণ টেনেছেন ২০১৯ সালের। সেবার নিউজিল্যান্ডের কাছে হেরেছিল দুইবারের চ্যাম্পিয়নরা।

সেমিফাইনালের আগে দুই দলের হেড টু হেড রেকর্ড-

শেষ ১০ লড়াই-

২ ফেব্রুয়ারি ২০২০, হ্যামিল্টন : নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী ৮ ফেব্রুয়ারি ২০২০, অকল্যান্ড : নিউজিল্যান্ড ২২ রানে জয়ী ১১ ফেব্রুয়ারি ২০২০, মাউন্ট মঙ্গানুই : নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী ২৫ নভেম্বর ২০২২, অকল্যান্ড : নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী ২৭ নভেম্বর ২০২২, মাউন্ট মঙ্গানুই : পরিত্যক্ত ৩০ নভেম্বর ২০২২, ক্রাইস্টচার্চ : পরিত্যক্ত ১৮ জানুয়ারি ২০২৩, হায়দারাবাদ : ভারত ১২ রানে জয়ী ২১ জানুয়ারি ২০২৩, রায়পুর : ভারত ৮ উইকেটে জয়ী ২৪ জানুয়ারি ২০২৩, ইন্দোর : ভারত ৯০ রানে জয়ী ২২ অক্টোবর ২০২৩, ধর্মশালা : ভারত ৪ উইকেটে জয়ী

সবমিলিয়ে ভারত জয়ী ৫৯ ম্যাচে, নিউজিল্যান্ড জয়ী ৫০ ম্যাচে টাই : ১টি ম্যাচ পরিত্যক্ত : ৭টি ম্যাচ

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর