ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফাইনাল দেখার কোনো ইচ্ছাই নেই প্রোটিয়া কোচের
অনলাইন ডেস্ক

ভাগ্য বারবারই হতাশ করেছে প্রোটিয়াদের। প্রতিটি বিশ্বকাপে দারুণ শুরু করে সেমিফাইনালে গিয়েই ভাগ্য বারবার প্রতারণা করেছে তাদের সঙ্গে। এজন্য চোকার তকমাও লেগে আছে তাদের কপালে। এবার ভারতে চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরে গেল দক্ষিণ আফ্রিকা। তবে এই পরাজয় বেশ ধাক্কা দিয়েছে প্রোটিয়া কোচকে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে প্রোটিয়া কোচ ওয়াল্টার জানালেন, ফাইনাল কোনো ইচ্ছাই নেই তার। তিনি বলেন, 'সত্যি কথা বলতে, এক শতাংশ সম্ভাবনা রয়েছে আমার ফাইনাল ম্যাচ দেখার। আরও খারাপভাবে বলতে গেলে আমার এটা নিয়ে মাথাব্যথা নেই। তবে ভারত যদি নিজেদের মাটিতে বিশ্বকাপ জিততে পারে তাহলে যোগ্য দলের হাতেই বিশ্বকাপ ট্রফি উঠবে।'

অজিদের বিরুদ্ধে হারলেও, বোলিংয়ে পুরো ম্যাচের প্রথম ১০ ওভার বাদ দিলে দারুণ লড়াই করেছে বাভুমার দল।

দলের মানসিকতা নিয়ে গর্ব করেন ওয়াল্টার। ‘আমি ব্যথিত সেমিফাইনাল হেরে কিন্তু আমরা যেভাবে লড়াই করেছি ব্যাটে ও বলে তা প্রশংসার দাবিদার। আমি এই দল নিয়ে গর্ব করি।’

শুরুতেই ২৪ রানে ৪ উইকেট হারানোর পর মিলারের শতকে দুইশো পেরোয় দক্ষিণ আফ্রিকা। কোচ বলেন, '২৪ রানে ৪ উইকেট হারানোর পর এমন সংগ্রহ, তার ওপর ওদের উড়ন্ত সূচনার পরও আমরা যেভাবে ম্যাচে ফিরে আসার জন্য সব উজাড় করে দিয়েছি তা প্রশংসার যোগ্য।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর