ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জয় দিয়েই শুরু ইংল্যান্ডের
অনলাইন ডেস্ক

বিশ্বকাপ প্রস্তুতি পর্বে ২-১ গোলে নাইজেরিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে ইংল্যান্ড৷থ্রি লায়ন্সের জার্সিতে প্রত্যাবর্তন করে গোল পেলেন ডিফেন্ডার গ্যারি কাহিল৷ ইংল্যান্ডের দুটি গোলই হয় প্রথামার্ধে৷ ম্যাচের সাত মিনিটে কাহিলের হেডেই এগিয়ে যায় ইংল্যান্ড৷ প্রাক বিশ্বকাপ ফ্রেন্ডলি ম্যাচে গোল করে তিউনিশয়ার বিরুদ্ধে রাশিয়া বিশ্বকাপের অভিযান ম্যাচে দলে জায়গা করে নেওয়ায় দাবিদার হয়ে উঠলেন কাহিল৷

প্রথমার্ধের শেষ বাঁশি বাজার ছয় মিনিট আগে (৩৯মি) ১৮ গজ দূর থেকে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক হ্যারি কেন৷এই নিয়ে শেষ ৭ ম্যাচে ৮ গোল করলেন কেন৷ বিশ্বকাপে ২৪ বছরের কেনকে অধিনায়ক বেছে ইংল্যান্ড থিঙ্কট্যাঙ্ক যে কোনও ভুল করেনি, এদিন ম্যাচে তা বুঝিয়ে দিলেন টটেনহ্যাম তারকা৷

দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য (৪৭ মিনিট) কয়েক মিনিটের জন্য ইংল্যান্ডের খেলায় দুর্বলতা চোখে পড়ে৷ সেসময়ই নাইজেরিয়ার হয়ে গোল শোধ করেন অ্যালেক্স ইয়োবি৷ আর্সেনাল ফরোয়ার্ডের গোল কিছুক্ষণের জন্য ওয়েম্বলির দর্শকদের হাসি ফিকে হলেও ম্যাচের বাকি সময় রাশ নিজেদের দিকেই ধরে রেখেছিল হ্যারি-স্টারলিংরা৷ শেষ পর্যন্ত ইংল্যান্ড জয় পায় ২-১ ব্যবধানে৷ 

বৃহস্পতিবার কোস্টারিকার বিরুদ্ধে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলে রাশিয়া পারি দেবে টিম ইংল্যান্ড৷ বিশ্বকাপ ইংল্যান্ডের প্রথম প্রতিপক্ষ তিউনিশিয়া৷ ইতিমধ্যে প্রস্তুতি ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে ড্র করেছে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া৷ বিশ্বকাপে প্রথম প্রতিপক্ষ তাই হ্যারি কেনদের চাপে রাখবে বলেই মনে করছে ফুটবলমহল৷

বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/হিমেল



এই পাতার আরো খবর