ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফ্রান্সে বড় পর্দায় খেলা দেখা নিষিদ্ধ!
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

উন্মুক্ত স্থানে বড় পর্দায় জড়ো হয়ে বিশ্বকাপ খেলা দেখার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স সরকার। গত কয়েক বছর ধরে ফ্রান্সের মাটিতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সেই হামলার শঙ্কা এড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে ফ্রেঞ্চ সরকার।

ফ্রান্সের ইন্টেরিওর মিনিস্ট্রি থেকে জানানো হয়, রাশিয়া বিশ্বকাপ চলাকালীন ফ্রান্সের শহরগুলোতে ‘বড় পর্দার জোন’ নিষিদ্ধ থাকবে।

অফিসিয়াল এক বিবৃতিতে বলা হয়, ‘আমি জনগণের সমর্থিত সকল কর্মকর্তাদের স্মরণ করে জানাচ্ছি, সাধারণ জায়গায় ‘বড় পর্দা’ সম্পূর্ণ নিষিদ্ধ। বর্তমানে সন্ত্রাসীদের যে হুমকি রয়েছে, তার থেকে উত্তরণে আমরা গত ইউরো চ্যাম্পিয়নশিপে যেভাবে নিরাপত্তা দিয়েছিলাম, ঠিক সেভাবেই দেব।’

বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/হিমেল



এই পাতার আরো খবর