ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মেসির সেরাটা পেলেই বিশ্বজয় সম্ভব : সাম্পাওলি
অনলাইন ডেস্ক

ব্রাজিলে ফিফা বিশ্বকাপের খুব কাছে গিয়েও ট্রফিটা ধরা হয়নি লিওনেল মেসির। তবে রাশিয়া বিশ্বকাপে সেই বন্ধ্যাত্ব ঘুচাতে চায় আর্জেন্টিনা। অার বিশ্বকাপ জিততে আর্জেন্টিনার মূল অস্ত্র লিওনেল মেসি। তাকে ঘিরেই সব পরিকল্পনা সাজাচ্ছেন কোচ হোর্হে সাম্পাওলি।

সাম্পাওলির মতে, মেসি ভাল না খেললে যে এবারও বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হবে আর্জেন্টাইনদের। তাই মেসিকে চাপ মুক্ত এবং খুশি রাখতে পারলেই সম্ভব কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে বলে মনে করেন এ কোচ।

মেসিকে ছাড়া দল যে পুরোদল যে কতটা ছন্নছাড়া তা কিছুদিন আগে স্পেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই টের পেয়েছিল আর্জেন্টিনা। স্প্যানিশদের কাছে ৬-১ বিধ্বস্ত হয়েছিল মেসিবিহীন আর্জেন্টিনা। তাই সেরা মেসিকেই বিশ্বকাপে চায় সাম্পাওলি। তিনি মনে করেন কোনভাবেই মেসির সেরাটা ছাড়া বিশ্বকাপ জয় সম্ভব নয়। মেসির তার সেরাটা দিলেই একমাত্র বিশ্বজয় সম্ভব। 

৯ জুন ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সাম্পাওলির আর্জেন্টিনা।

বিডি-প্রতিদিন/ ই-জাহান



এই পাতার আরো খবর