ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

'ইংল্যান্ড প্রতিপক্ষের জন্য হুমকি'
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

নিজেদের ওপর আস্থা রাখতে দলের সদস্যদের অনুরোধ জানিয়ে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন বলেছেন, রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে প্রতিপক্ষ দলগুলো ইংল্যান্ডকে হুমকি হিসেবেই দেখছে। 

এর আগে, শনিবার ওয়েম্বলীতে নাইজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দলকে ২-১ গোলে জয় উপহার দিয়েছেন কেন। ম্যাচের ৩৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন টটেনহ্যাম হটস্পারের এই তারকা ফরোয়ার্ড।

১৯৬৬ সালের পরে বিশ্বকাপের শিরোপা জেতার সৌভাগ্য হয়নি ইংল্যান্ডের। চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই হতাশাজনক বিদায় নিয়েছিল ইংলিশরা। যদিও এবার কেনের বিশ্বাস গ্যারেথ সাউথগেটের অধীনে রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ড নিজেদের মেলে ধরতে পারবে। 

এ সম্পর্কে কেন বলেন, ‘অনেক দেশই বিশ্বাস করে এবারের বিশ্বকাপে ইংল্যান্ড প্রতিপক্ষের জন্য অনেক বড় বিপদের কারণ হয়ে দেখা দিবে। কিন্তু যেকোনো কারণেই হোক আমাদের মধ্যে অনেকেই এটা বিশ্বাস করে না। কিন্তু আমি আগেও বলেছি এটা বিশ্বকাপ, এখানে খেলাটা অত সহজ নয়। কিন্তু এখানে একটি বিষয় জরুরি, নিজেদের ওপর আস্থা রাখতে হবে। দলের জয়ের উপর বিশ্বাস রাখতে হবে। অবশ্যই বিশ্বকাপ জেতার পথে অনেক বাঁধা আসবে। কিন্তু আজ আমরা যেভাবে খেলেছি এভাবেই সামনে এগিয়ে যেতে হবে। আমাদের এমনভাবে খেলতে হবে যাতে সকলের মনে বিশ্বাস হয় বিশ্বের যেকোনো দলের জন্যই আমরা সমস্যা তৈরি করতে পারি। আর এটাই আমাদের চেষ্টা করা উচিত।’

বৃহস্পতিবার পরবর্তী প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড লিডসে কোস্টা রিকার মোকাবেলা করবে। আগামী ১৮ জুন তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরু হবে। গ্রুপ-জি’র অপর দুই ম্যাচে ২৪ জুন পানামা ও ২৮ জুন বেলজিয়ামের মোকাবেলা করবে সাউথগেটের দল।

বিডি প্রতিদিন/এনায়েত করিম



এই পাতার আরো খবর