ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপে রাফায়েল মার্কেজের নতুন রেকর্ড
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

বিশ্বের চতুর্থ ও নিজ দেশের দ্বিতীয় ফুটবলার হিসেবে পঞ্চমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন মেক্সিকান ফুটবলার রাফায়েল মার্কেজ। এর আগে পাঁচবার বিশ্বকাপ দলের স্কোয়াডে থাকার রেকর্ড আছে তিনজন ফুটবলারের একজন অ্যান্তোনি ক্যারবাজাল মেক্সিকোর সাবেক গোলরক্ষক। ইতালির গোলরক্ষক জিয়ান লুইজি বুফন ও আরেকজন জার্মান মিডফিল্ডার লুথার ম্যাথিয়াস। তবে মার্কেজ যদি বিশ্বকাপে খেলার সুযোগ পান তাহলে তিনি হবেন তৃতীয় ফুটবলার যিনি বিশ্বকাপে পাঁচবার খেলার সুযোগ পেয়েছেন।

৩৯ বছর বয়সী মিডফিল্ডার রাফায়েল মার্কেজ স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত ১৬৩ ম্যাচ খেলেন। আর ১৯৯৭-তে মেক্সিকো জাতীয় দলের হয়ে অভিষেকের পর ১৪৩ ম্যাচে ১৯ গোল করেন তিনি। এছাড়া দলে রয়েছেন ৩০ বছর বয়সী তারকা স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ। এ নিয়ে তৃতীয় বারের মতো বিশ্বকাপে অংশ নিবেন সাবেক এ ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। 

পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে খেলা তিনজন খেলোয়াড় জায়গা পেয়েছেন বিশ্বকাপের এ দলে। তারা হলেন- ডিফেন্ডার দিয়েগো রিয়েস, মিডফিল্ডার হেক্টর হেরেরা ও ফরোয়ার্ড জেসুস ম্যানুয়েল করোনা। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে রয়েছে মেক্সিকো। এবারের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ  চ্যাম্পিয়ন জার্মানি, সুইডেন ও দক্ষিণ কোরিয়া। 

আগামী ১৭ই জুন জার্মানির বিপক্ষে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে মেক্সিকো। বিশ্বাকাপে এ নিয়ে ১৬ বারের মতো অংশ নিচ্ছে তারা। এর মধ্যে শেষ ছয় আসরে সব ক’টিতেই দ্বিতীয় রাউন্ডে উঠে মেক্সিকো।

২৩ সদস্যের দল: গোলরক্ষক: গুইমেরা ওচোয়া (ফ্রাঙ্কফুর্ট), আলফ্রেড তালাভেরা (তোলুচা), জেসুস করোনা (ক্রুজ আজুল)।

ডিফেন্ডার: কার্লোস সালসেদো (ফ্রাঙ্কফুর্ট), দিয়েগো রিয়েস (পোর্তো), হেক্টর মোরেনো (রিয়াল সোসিয়েদাদ), হুগো আয়ালা (টাইগার্স), এডসন আলভারেজ (আমেরিকা), জেসুস গালারদো (মনটেরে), মিগুয়েল লাউন (সেভিয়া)।

মিডফিল্ডার: রাফায়েল মার্কেজ (অ্যাটলাস), হেক্টর হেরেরা (পোর্তো), জনার্থন ডস সান্তোস (এলএ গ্যালাক্সি), জিওভানি ডস সান্তোস (এলএ গ্যালাক্সি), আন্দ্রেস গুয়ারদাদো (রিয়াল বেতিস), মার্কো ফ্যাবিয়ান (ফ্রাঙ্কফুর্ট)।

ফরোয়ার্ড: হাভিয়ের হার্নান্দেজ (ওয়েস্টহ্যাম), রাউল জিমেনেস (বেনফিকা), ওরিবে পেরালটা (আমেরিকা), জেসুস ম্যানুয়েল করোনা (পোর্তো), কার্লোস ভেলা (লস অ্যাঞ্জেলেস এফসি), হাভিয়ের আকুইনো (টাইগার্স), হিরভিং লোজানো (পিএসবি)।

বিডি-প্রতিদিন/ ই-জাহান



এই পাতার আরো খবর