ঢাকা, বুধবার, ২ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

গোলরক্ষকের কৌশলে মাঠেই ইফতার সারলেন সতীর্থরা!
অনলাইন ডেস্ক

চোটের ভান করায় সতীর্থরা সুযোগ পেলেন রোজা ভাঙার। সারলেন ইফতারও। খেলা চলাকালীন এটা সম্ভব হয়েছে তিউনিসিয়ার গোলরক্ষক মোয়েজ হোসেনের কৌশলে। 

জি নিউজের খবর, রমজানের মধ্যে চলছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের উত্তেজনা। গত মঙ্গলবার মাঠে নামে পর্তুগাল ও তিউনিসিয়া। খেলা চলাকালীন বিরতি নেওয়ার সুযোগ নেই। তাই ম্যাচ চলাকালে রোজা ভেঙে ইফতার করারও সুযোগই নেই।

কিন্তু কি হবে? ঠিক সেই সময় ত্রাতার ভূমিকায় এগিয়ে এলেন গোলরক্ষক। চোটের ভান করে শুয়ে পড়লেন মাঠে। আর সেই সুযোগে তার সতীর্থরা সেরে ফেললেন ইফতার। পানি এবং হাল্কা স্ন্যাকস খেয়ে রোজা ভাঙলেন তিউনিসিয়ার ফুটবলাররা। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

খবরে বলা হয়, শুধু পর্তুগাল ম্যাচেই নয়, তুরস্ক ম্যাচেও মোয়েজ হোসেন এরকমভাবে চোটের ভান করে ইফতার করার সুযোগ করে দিয়েছিলেন সতীর্থ ফুটবলারদের।

বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৮/মাহবুব



এই পাতার আরো খবর