ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মেসি আমাকে ভয় পায়: ভিদাল
অনলাইন ডেস্ক

২০১৫ এবং ২০১৬ সালের দুই কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার। সেই চিলি এবার বিশ্বকাপের মূল পর্বে উঠতে না পারলেও দলটির মিডফিল্ডার আর্তুরো ভিদাল দাবি করেছেন, কোপা আমেরিকা ফাইনালের পর লিওনেল মেসি তাকে ভয় পান।

ব্রাজিলের একটি ইউটিউব চ্যানেলে বায়ার্ন মিউনিখ সতীর্থ রাফিনহাকে নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে ভিদাল এমনটা দাবি করেন।

এদিন, ভিদালের কাছে জানতে চাওয়া হয় মেসিকে তিনি ভয় করেন কিনা। জবাবে হাসি মুখে তিনি বলেন, ‘আমি তাকে ভয় করি নাকি সে আমাকে ভয় করে? আমি তাকে ভয় করি না। কিন্তু আপনার তাকে জিজ্ঞেস করতে হবে সে ভয় পায় কিনা। আমি তাকে দুটি ফাইনালেই তাকে হারিয়ে দিয়েছি। আবার দেখা হলে আমরাই (চিলি) জিতব।’

চিলির এই তারকা মিউফিল্ডার আরও বলেন, ‘মাঠে আমি কোনো কিছু ভয় পাই না, আমরা সবাই সমান। আমি আমৃত্যু আমার জার্সি এবং জাতীয় দলের প্রতিনিধিত্ব করবো।’

আর্জেন্টিনা গত বিশ্বকাপের রানার্স আপ। ট্রফির সন্ধানেই আগামী শনিবার আইসল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবেন মেসিরা। তবে চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদালের সমর্থন ব্রাজিলের পক্ষে। আর লাতিন আমেরিকার দল বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘সাউথ আমেরিকায় আপনার সব সময় সাউথ আমেরিকান দলকে সমর্থন করতে হবে।’

ব্রাজিলের একটি ইউটিউব চ্যানেলে বায়ার্ন মিউনিখ সতীর্থ রাফিনহাকে নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে ভিদাল এমনটা জানান।

এবারের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে পারেনি চিলি। তবে ২০১৫ এবং ২০১৬ সালের দুই কোপা আমেরিকা জয়ী দলের সদস্য আর্তুরো ভিদাল বলেন, আমি আশা করি ব্রাজিল এবারের বিশ্বকাপ জিতবে। তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত তাদের দলটি খুবই শক্তিশালী। তারা চমৎকার ফুটবলও খেলে। 

এরপর অবশ্যই একটা কিন্তু জুড়ে দিয়েছেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার। তিনি বলেন, যে দলই চ্যাম্পিয়ন হোক না কেন অবশ্য তাদের সবার চেয়ে ভালো খেলা প্রদর্শন করেই জিততে হবে।

সূত্র: সনি ইএসপিএন

বিডি-প্রতিদিন/১৩ জুন, ২০১৮/মাহবুব



এই পাতার আরো খবর