ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আর্জেন্টাইন রেফারির পরিচালনায় শুরু রাশিয়া বিশ্বকাপ
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

রাশিয়া বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ফুটবলপ্রেমীরা ভাসছের বিশ্বকাপ উন্মাদনায়। এরইমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ ও অংশগ্রহণকারী দেশগুলো। যেখানে আর্জেন্টাইন রেফারি নেস্টর পিটানাকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা।

জানা গেছে, এবারই প্রথমবারের মত বিশ্বকাপে ভিডিও এসিসটেন্ট রেফারি পদ্ধতি ব্যবহৃত হবে। আর সেই প্রযুক্তি ব্যবহারে প্রথম ম্যাচে চারজন ভিআর অফিসিয়ালের নেতৃত্বে থাকবেন ইতালির বিশেষজ্ঞ মাসিমিলিয়ানো ইরাতি। মাঠে পিটানার দলের কোনো ভুল সিদ্ধান্ত স্পষ্ট করতেই ইরাতির নেতৃত্বাধীন দল কাজ করবে।

৪২ বছর বয়সী পিটানার এটি দ্বিতীয় বিশ্বকাপ। চার বছর আগে ব্রাজিলে তিনি চারটি ম্যাচ পরিচালনা করেছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ আসর শুরু হচ্ছে। 

বিডি প্রতিদিন/ ১৪ জুন ২০১৮/ ওয়াসিফ



এই পাতার আরো খবর