ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মেসির ওপর চাপ কমাতে গোলরক্ষকের আহ্বান
অনলাইন ডেস্ক

রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। পুরো ফুটবল বিশ্বের নজর এখন দলটির প্রাণ ভোমরা লিওনেল মেসির দিকে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এ বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই তারকা ফুটবলারের চমক দেখতে মুখিয়ে আছেন তার ভক্তরা। তবে অধিনায়কের ওপর যে পাহাড়-সমান চাপ, সেটা একটু হলেও বোধহয় অনুধাবন করতে পেরেছেন নাহুয়েল গুজম্যান।

রাশিয়ায় মেসির ওপর চাপ কমিয়ে নিতে সতীর্থদের আহ্বান জানিয়ে আর্জেন্টিনার গোলরক্ষক বলেন, ‘মেসি অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের জানতে হবে তাঁর সঙ্গে কীভাবে খেলতে হয়। তাঁরও আমাদের ওপর ভরসা রাখতে হবে। তাঁর ওপর যে চাপ আছে সেটা সরিয়ে নিতে হবে আমাদেরই। মেসি নিজেও সেটাই মনে করে।’

উল্লেখ্য, গুজম্যান অবশ্য প্রথমে ছিলেন না রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত আর্জেন্টিনা দলে। দলের মূল গোলরক্ষক হঠাৎ চোটে পড়ে সার্জিও রোমেরো ছিটকে গেলে হোর্হে সাম্পাওলি বেছে নেন রিভার প্লেটের এই গোলরক্ষককে।

আগামী শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে নবাগত আইসল্যান্ডের বিপক্ষে। 

বিডি প্রতিদিন/ ১৪ জুন ২০১৮/ ওয়াসিফ



এই পাতার আরো খবর