ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যেসব জিনিস নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষেধ
অনলাইন ডেস্ক

অপেক্ষার প্রহর শেষে আর কিছুক্ষণ পরই পর্দা উঠছে রাশিয়া বিশ্বকাপের। বিশ্বকাপ ২১তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক দেশ রাশিয়া ও সৌদি আরব। এদিকে বিশ্বকাপ উপলক্ষ্যে রাশিয়া সরকার নিরাপত্তা কঠোর করেছে কয়েক গুণ।

এ ব্যাপারে স্বাগতিক রাশিয়ার একটি ওয়্সোইট থেকে জানা যায়, কোন কোন বস্তু নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। স্টেডিয়ামে এসে খেলা দেখতে দর্শক-সমর্থকরা সঙ্গে আনতে পারবেন না সেলফি স্টিক, স্কেটবোর্ড, স্কুটার, বিয়ার, খাবার, ছুরি, বন্দুক, স্প্রে, ক্যান এবং ছাতা। এমনকি হ্যান্ড ব্যাগের চেয়ে বড় ব্যাগ বহন করতে পারবেন না দর্শকরা।

নিষিদ্ধের তালিকায় আরও আছে বুলেট প্রুফ জ্যাকেট, দেহ রক্ষার ভারী সরঞ্জাম, মার্শাল আর্টে ব্যবহৃত যেকোন বস্তু, গ্রেনেড এবং অন্যান্য তেজস্ক্রিয় বস্তু। 

বিডি প্রতিদিন/ ১৪ জুন ২০১৮/ ওয়াসিফ



এই পাতার আরো খবর