ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপের চোখ ধাঁধানো উদ্বোধন
অনলাইন ডেস্ক
ছবি: রাশেদুর রহমান

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠলো ‘গ্রেটেস্ট শো অন আর্থ’র। মনোমুগ্ধকর পরিবেশনায় উদ্বোধনী আসরে নাচে-গানে স্বাগতিক দেশ রাশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো স্বাগত বক্তব্য রাখেন।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ‘গ্লোবাল মিউজিক আইকন’ খ্যাত রবি উইলিয়াস। রাশিয়ার জাতীয় স্টেডিয়ামটিতে একসঙ্গে প্রায় ৮০ হাজার লোক বসে অনুষ্ঠানটি দেখেছেন। উইল স্মিথ ও নিকি জ্যামের গাওয়া টুর্নামেন্টের অফিশিয়াল থিম সং ‘লিভ ইট আপ’ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। 

পরিবেশনায় অংশ নেন রাশিয়ার ক্লাসিক্যাল গায়িকা (সোপ্রানো) আইদা গারিফুলিনাও। রাশিয়ার মাটিতে হওয়া টুর্নামেন্টের এবারের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ব্রাজিলের দুইবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি খেলোয়াড় রোনালদো।

লুঝনিকি স্টেডিয়ামের পাশাপাশি একই সময় মস্কোর রেড স্কয়ারেও বিশ্বকাপ উপলক্ষে কনসার্টের আয়োজন হয়েছে। সেখানে ছিলেন বর্ষীয়ান স্প্যানিশ শিল্পী প্ল্যাসিদো দোমিংগো ও খন দিয়েগো ফ্লোরেজের পরিবেশনা।

বিডি প্রতিদিন/ ১৪ জুন ২০১৮/ ওয়াসিফ



এই পাতার আরো খবর