ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা ছিল
অনলাইন ডেস্ক

পর্দা উঠছে ২১তম ফুটবল মহাযজ্ঞের। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ৮১ হাজার দর্শক তার প্রত্যক্ষ সাক্ষী হয়েছেন সেই মহাযজ্ঞের। সাথে সাথে টিভি সেটে চোখ রেখেছে সারা বিশ্বের কোটি কোটি দর্শক।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে গান গেয়ে মাতিয়ে তুলেন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ব্রিটিশ রক মিউজিক তারকা রবি উইলিয়ামস। ছিলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবলার রোনালদো। এছাড়াও আরও ছিলেন রাশিয়ার জনপ্রিয় শিল্পী আইদা গারিফুলিনা, অপেরা আইকন প্লাসিদো ডমিঙ্গো ও জনপ্রিয় শিল্পী জুয়ান দিয়েগো ফ্লোরেজ।

জানা যায়, ১৯৮০ সালে মস্কো অলিম্পিকের পর এটাই রাশিয়ায় সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ। তাই অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতেই একটু ব্যাতিক্রমভাবে আয়োজন করে দেশটি।

উল্লেখ্য, রাশিয়া-সৌদি আরব ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের ফুটবল বিশ্বকাপ।

বিডি প্রতিদিন/১৪ জুন ২০১৮/আরাফাত



এই পাতার আরো খবর