ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাশিয়া বিশ্বকাপে প্রথম গোল গাজিনস্কির
অনলাইন ডেস্ক

পর্দা উঠল রাশিয়া বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে সৌদির জালে দুই গোল দিয়ে প্রথমার্ধ শেষ করেছে স্বাগতিক রাশিয়া। বিশ্বকাপের প্রথম গোলটি করেছেন রাশিয়ার মিডফিল্ডার ইউরি গাজিনস্কি। ম্যাচের ১২ মিনিটের মাথায় গোলটি করেন এই ফুটবলার। 

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামে দল দুটি। 

ম্যাচটি শুরু হবার আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। এতে পারফর্ম করেন রবি উইলিয়ামস। ব্রিটিশ তারকা এই তারকার সঙ্গে সুর মিলান রাশিয়ান গায়িকা এইডা গরিফুল্লিনা। ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বকাপ জেতানো তারকা রোনালদোও উপস্থিত ছিলেন।

সৌদি একাদশ গোলরক্ষক: আবদুল্লাহ আল মাইয়ুফ। রক্ষণভাগ: মোহাম্মদ আল বোরায়েক, ওমার হাউসাবি, ওসামা হাউসাবি, আল শাহরানি। মধ্যমভাগ: আবদুল্লাহ ওতাইফ, সালেম আল দাউসারি, সালমান আল ফারাজ, তাইসির আল জাসিম, ইয়াহিয়া আল শেহরি। আক্রমণভাগ: মোহাম্মদ আল সাহলাবি।

রাশিয়া একাদশ গোলরক্ষক: ইগর আকিনফিভ রক্ষণভাগ: মারিও ফারনান্দেস, সের্গেই ইগনাশেভিচ, ইলিয়া কুতেপভ মধ্যমভাগ: ইউরি গাজিনস্কি, আলান জাগোয়েভ, রোমান জোবনিন, আলেক্সান্দর গোলোভিন, ইউরি ঝিরকভ, আলেক্সান্দর সামেদভ আক্রমণভাগ: ফেদর স্মলভ।

বিডি প্রতিদিন/১৪ জুন ২০১৮/আরাফাত



এই পাতার আরো খবর