ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাশিয়ায় রোনালদো রাজ, স্পেনের বিরুদ্ধে ড্র করল পর্তুগাল
অনলাইন ডেস্ক

রাশিয়া বিশ্বকাপ তবে কি রোনালদোর বিশ্বকাপ হতে চলেছে? সোচিতে বিশ্বকাপের দ্বিতীয় দিনের ম্যাচে সেই ইঙ্গিত মিলল। স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করাই শুধু নয়, একার দক্ষতায় লড়াই করে হারা ম্যাচ ড্র করালেন পর্তুগাল কাপ্তান ক্রিশ্চিয়ানো রোনালদো। 

স্পেনের বিরুদ্ধে তার হ্যাটট্রিক (৪,৪৪, ৮৮মি) দেখে বলতেই হচ্ছে গোলমেশিন রোনালদো হতে সাবধান! দিনের সেরা গোলটি এলে ৮৮ মিনিটে রোনালদোর পা থেকে। ফ্রি-কিকে বিশ্বমানের গোল করে পর্তুগালের হয়ে স্কোরলাইন ৩-৩ করেন সি আর সেভেন।

এর আগে নাচো প্রথম গোল করে স্পেনকে এগিয়ে নেন। রোনালদোর জোড়া গোলের জবাবে দিয়াগো কস্তা জোড়া গোল করে দলকে সমতায় ফিরেছিলেন। শেষ পর্যন্ত রোনালদোর হ্যাটট্রিকে থেমে যায় স্পেনের জয়রথ।

সোচিতে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয় ম্যাচটি।

রাশিয়া বিশ্বকাপে শুক্রবার দিনের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে স্পেন ও পর্তুগাল। 'বি' গ্রুপে এই দুই দলের লড়াইটিই এবারের বিশ্বকাপের প্রথম হাই-ভোল্টেজ ম্যাচ হিসেবে মর্যাদা পাচ্ছে। এক দিকে যেমন রোনালদো। অন্যদিকে সার্জিও রামোস, আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকের মতো মহাতারকা। এবারের বিশ্বকাপে ফেভারিটের তালিকায়ও জায়গা পাচ্ছে দুই দলই।

পর্তুগাল একাদশ রুই পাত্রিসিও, সেদ্রিক সোয়ারেস, পেপে, হোসে ফন্তে, রাফায়েল গেরেইরো, ব্রুনো ফার্নান্দেস, উইলিয়াম কারভালহো, জোয়াও মুতিনহো, বার্নারদো সিলভা, গনসালো গেদেস ও রোনালদো।

স্পেন একাদশ ডেভিড ডি গিয়া, নাচো মোনরিয়াল, সার্জিও রামোস, জেরার্ড পিকে, জর্দি আলবা, কোকে, সার্জিও বুসকুয়েটস, আন্দ্রে ইনিয়েস্তা, দাভিদ সিলভা, ইসকো ও দগলাস কস্তা।

বিডি প্রতিদিন/১৫ জুন ২০১৮/আরাফাত



এই পাতার আরো খবর