ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৬ গোলের থ্রিলার দেখল সোচি
অনলাইন ডেস্ক

একনজরে পর্তুগাল-স্পেন ম্যাচ- পর্তুগাল ৩- (রোনাল্ডো ৪,৪৪,৮৮ মিনিট), স্পেন -৩ (কোস্তা ২৪,৫৫, নাচো ৫৮মিনিট) রোনালদোর ফ্রি-কিকে ম্যাচ ড্র করল পর্তুগাল।

১-২ পিছিয়ে থেকে প্রথমে কোস্তার গোলে ২-২, এরপর নাচোর দুরপাল্লার বুলেট শটে স্কোরলাইন ৩-২ করল স্পেন। পুতিনের দেশে এ যেন এক রোনালদো ম্যাজিক!!! আরও একবার রোনালদো গোলে এগিয়ে গেল পর্তুগাল। 

প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে ৪৪ মিনিটে গোল সি আর সেভেনের। গোলরক্ষক ডেভিড ডি'গেয়ার ভুলেই পিছিয়ে পড়ল স্পেন। বল রিসিভ করার সময় নিয়ন্ত্রণ হারান ডি'গেয়া। তাতেই স্পেনের জালে দ্বিতীয়বারের জন্য বল জড়িয়ে যায়। প্রথমার্ধ শেষে পর্তুগালের লিড ২-১।

পর্তুগিজ ডিফেন্সকে বোকা বাড়িয়ে একার দক্ষতায় ২৪ মিনিটে গোল দিয়েগো কোস্তার। পর্তুগালের বিরুদ্ধে সমতায় ফিরে ২০১০ চ্যাম্পিয়ন স্পেন।

ম্যাচের শুরুতেই গোল করে কিংবদন্তী পেলের রেকর্ড ছুঁয়ে ফেললেন রোনালদো। ক্যারিয়ারে চারটি বিশ্বকাপ খেলেছেন ব্রাজিলের পেলে। প্রতিটি বিশ্বকাপেই তার গোল রয়েছে। এবার সেই কীর্তি গড়লেন রোনালদো। 

ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল পেলেন রোনালদো। স্পেনের বিরুদ্ধে গোল করার সঙ্গে সঙ্গেই চারটি বিশ্বকাপেই গোল করার নজির লিখলেন সি আর সেভেন। 

স্পেন বনাম পর্তুগাল ম্যাচে শুরুতেই নাটক। ৪ মিনিটেই এগিয়ে গেল পর্তুগাল!!! পেনাল্টি থেকে স্পেনের বিরুদ্ধে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো স্পেনের অর্ধে বক্সের মধ্যে তাঁকে ফাউল করেন নাচো মনরিয়াল।

বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৮/আরাফাত



এই পাতার আরো খবর