ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গ্রিজম্যান-পগবার নৈপুণ্যে জয় পেল ফ্রান্স
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

গ্রিজম্যান-পল পগবার নৈপুণ্যে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। তবে ফ্রান্সকে পুরো ম্যাচেই তটস্ত রেখেছে সকারুরা। এমনকি গ্রিজম্যানের ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) প্রযুক্তির সহযোগিতা নিয়ে পাওয়া প্রথম পেনাল্টি গোলটি না হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে কিলিয়ান এমবাপ্পোরা।

এদিন প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়ার জালে ২ বার বল পাঠায় ফ্রান্স। গ্রিজম্যান ও পল পগবা দুজনেই গোল পেয়েছেন। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে রিভিউ নিয়ে পেনাল্টি পায় ফ্রান্স। গ্রিজম্যান দেখা পান বিশ্বকাপে প্রথম গোলের। কিন্তু ৪ মিনিট পরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। মিলি জেডিনাকের গোলে ১-১ গোলে সমতায় ফিরে তারা। কিন্তু ৮০ মিনিটে পল পগবা ফ্রান্সকে এগিয়ে দেন।

ফ্রান্স একাদশ: হুগো লোরিস, বেঞ্জামিন পাভার, রাফায়েল ভারানে, সামুয়েল উমতিতি, পল পগবা, আঁতোয়া গ্রিজমান, কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলে, করেন্তিন তোলিসসো, লুকাস হার্নান্দেস, এনগোলো কান্তে

অস্ট্রেলিয়া একাদাশ:

ম্যাট রায়ান, মার্ক মিল্লিগান, ম্যাথু লেকি, রব্বি ক্রুস, আন্ড্রু নাব্বাউট, অ্যারন মুয়ি, মিলে জেদিনাক, আজিজ বেহিচ, জশ রিসডন, ট্রেন্ট সেইন্সবুরি, টম রোজিক।

বিডি-প্রতিদিন/ ই-জাহান



এই পাতার আরো খবর