মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে 'ডি' গ্রুপের খেলায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচের মাঠে নামার মধ্য দিয়ে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন আর্জেন্টিনার ডিফেন্ডার হাভিয়ের মাচেরানো।
আর্জেন্টিনার জার্সি গায়ে এটি তার ১৪৪তম ম্যাচ। এর আগে রেকর্ডটি ছিল সাবেক মিডফিল্ডার হাভিয়ের জেনেতির। তিনি খেলেছেন ১৪৩ ম্যাচ।
আর্জেন্টিনার জাতীয় দলে ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারের অভিষেক হয়েছিল ২০০৩ সালে। দীর্ঘ ১৫ বছর ধরে দলের রক্ষণভাগ সামলাচ্ছেন তিনি। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনার অধিনায়কত্বের দায়িত্বও পালন করেন তিনি। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে শততম ম্যাচের কোটা পার করেন।
বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৮/আরাফাত