ঢাকা, বুধবার, ২ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

মরদোভিয়ায় মুখোমুখি পেরু-ডেনমার্ক
অনলাইন ডেস্ক

রাশিয়ার মরদোভিয়া স্টেডিয়ামে সি-গ্রুপের মাঠে নেমেছে লাতিন পেরু ও বলকান রাষ্ট্র ডেনমার্ক। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হয়েছে। 

দক্ষিণ আমেরিকার দেশ পেরু এবার পঞ্চমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। এর আগে ১৯৩০, ১৯৭০, ১৯৭৮ ও ১৯৮২ সালে বিশ্বকাপে খেলেছিল তারা। 

অন্যদিকে, ডেনমার্কও এবার পঞ্চমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। এর আগে তারা ১৯৮৬, ১৯৯৮, ২০০২ ও ২০১০ সালের বিশ্বকাপে খেলেছে।  

এই ম্যাচে পেরুর ভয় ডেনমার্ক তারকা ক্রিশ্চিয়ান এরিকসেনকে নিয়ে। তাকে নিয়ে দলটিকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে, ডেনমার্ককে সতর্ক থাকতে হবে পেরুর গুয়েরেরোকে নিয়ে। তবে, শেষমেশ দেখা যাক মাঠের লড়াইয়ে কারা জয়ী হয়।

বিডি-প্রতিদিন/ ই-জাহান



এই পাতার আরো খবর