ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল ডেনমার্ক
অনলাইন ডেস্ক
রাশিয়া বিশ্বকাপে প্রথম গোলের পর ইউরারির উল্লাস

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে জয় পেল শক্তিশালী ডেনমার্ক। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে এসে দলের পক্ষে জয় সূচক গোলটি করেন ইউসুফ ইউরারি পলসেন। 

মরডোভিয়া এরিনাতে প্রথম থেকে লাগাতার আক্রমণ করেও হারের সম্মুখীন হল পেরু৷ ফরোয়ার্ড ইউসুফ পলসেনের গোলে ১-০ রাশিয়া বিশ্বকাপের প্রথম জয় পেল ডেনমার্ক৷ ৩৬ বছর পর বিশ্বকাপ মঞ্চে ফিরে এসে প্রথম ম্যাচে খালি হাতেই থাকল পেরু৷ জয়ের স্বাদ পাওয়ার জন্য দলটিকে এখনও অপেক্ষা করতে হবে৷

তবে ম্যাচের গল্পটি অন্যরকমও হতে পারতো। যদি পেনাল্টি থেকে পেরুর কুয়েভা গোল করতে ব্যর্থ না হতেন। ম্যাচের ৪৫ মিনিটের মাথায় নিজেদের ডি বক্সে পেরুর কুয়েভাকে ফাউল করেন ডেনমার্কের ডিফেন্ডার ইউসুফ পলসেন। রেফারি ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে পেনাল্টির বাঁশি বাজান। শট নিতে আসেন কুয়েভা নিজেই। কিন্তু গোলরক্ষক ডান দিকে ঝাপ দিলেও কুয়েভার শট ঠাই পায় গোলবার পেরিয়ে দর্শক গ্যালারিতে।

দ্বিতীয়ার্ধের পাওয়া সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ডেনমার্ক। ৫৯তম মিনিটে মাঝমাঠের একটু ওপর থেকে আক্রমণে ওঠা ক্রিস্টিয়ান এরিকসন শেষ মুহূর্তে এসে বল বাড়ান বাঁ দিকে থাকা ইউসুফকে। পেরুর গোলরক্ষককে বোকা বানিয়ে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ওই গোলেই শেষ পর্যন্ত ম্যাচের নিয়ামক হয়ে উঠে। ১-০ গোলে ম্যাচ জিতে নেয় ডেনমার্ক।

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

 



এই পাতার আরো খবর