সুইজারল্যান্ডের বিপক্ষে রবিবার দিবাগত রাত ১২টায় রোস্তভ অন দন স্টেডিয়ামে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে খেলতে নামবে ব্রাজিল। তার আগেই ব্রাজিল দলের অন্যতম ভরসা নেইমার এখনও শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি জানালেন ব্রাজিল দলের কোচ।
তিতের এমন তথ্য প্রথম ম্যাচে নেইমারের না খেলার সম্ভাবনা নিয়ে এক ধরণের ধোঁয়াশা তৈরি করছে। সুইজারল্যান্ড ম্যাচে নেইমারের খেলার ব্যাপারে তিতে বলেন, ‘নেইমার এই মুহূর্তে ১০০ ভাগ ফিট নয়। কিন্তু সে শারীরিকভাবে বেশ স্বস্তিদায়ক অবস্থায় আছে। তার দ্রুত উন্নতি ঘটছে, যেটা খুবই আশাব্যঞ্জক।’
তিতে আরও বলেন, ‘নেইমার যে খেলা থেকে হারিয়েছে তা নয়, তবে এই মুহূর্তে পুরোপুরি ফিট নয়। আমি বলছি, সে খুব দ্রুত সেরে উঠবে এবং যথেষ্ট ভালো খেলবে।’
উল্লেখ্য গত ফেব্রুয়ারিতে নিজের ক্লাব পিএসজির হয়ে খেলার সময় চোটাক্রান্ত হন নেইমার। তারপর তাকে চিকিৎসা ও পুনর্বাসনে রাখে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। ২৬ বছর বয়সী এই ফুটবলারের অস্ত্রোপচারের পর মে’র মাঝামাঝিতে তিনি পূর্ণ প্রশিক্ষণে ফিরে আসেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর